English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:১৫

ভালোবাসা দিবসে কল্লোলের পলাতক সময় অথবা প্রেম

নিজস্ব প্রতিবেদক
ভালোবাসা দিবসে কল্লোলের পলাতক সময় অথবা প্রেম

বাবার বদলীর চাকরি। অর্পি তার বাবাকে নিয়ে নতুন এলাকায় নতুন বাসায় উঠেছে। এবার এইসএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করছে অর্পি। আষাঢ় আসার সঙ্গে সঙ্গে যেমন খাল-বিলে মাছ লাফালাফি করে, ঠিক তেমনি এলাকায় নতুন মেয়ে আসলে ছেলেদের বিশেষ কৌতুহলও।

মেয়েটা সুন্দরী কিন্তু টমবয় ধরনের। সুন্দরী মেয়েরা টম বয় হলে চলে? অর্পির পরনে শার্ট, জিন্স প্যান্ট, পেছনে কাধে ব্যাগ, মাথায় ক্যাপ দিয়ে চলাফেরা করে। রোজ বিকেলে কোচিং করতে যায় অর্পি। যে ছেলেগুলো কোচিং থেকে দূরে থাকত, বাসায় বইটাও ধরতো না তারাও এখন নিয়মিত কোচিং মুখি হতে শুরু করেছে। পোষাকে সচেতন হয়েছে। অর্পি এসবের তোয়াক্কা করে না। অর্পির বারান্দা থেকে পাশের বাসায় দোতালার একটা রুম দেখা যায়। রোজ একজন মহিলা তার সন্তানকে বকাঝকা করেন। অর্পির বাসা থেকে দেখা যায়, একটা বলদ মার্কা ছেলেকে। অর্পি অবাক হয় ছেলেটা মায়ের বকুনি খেয়েও কোন টু শব্দ করে না। এদিকে এলাকার ছেলেরা ছেলেটার ( তুর্য’র) ওপর ক্ষীপ্ত। ইস গাঁধাটার (তুর্য’র) বাসা থেকে অর্পির বাসা দেখা যায়। কি কপাল ওর! রুমের পাশেই অর্পির বাসার বারান্দা। মনটা চায় তুর্য রে ...। অবশেষে তুর্য সাইকেল চালানো শেখাতে শুরু করে অর্পিকে। এভাবেই পরিচয়। সবাই মিলে গানের আড্ডায়ও দুজনের প্রতি আলাদা টান। এরপর অর্পির বাবা হঠাৎ ট্রান্সফার। অর্পিরা চলে যায়। যাওয়ার সময় দেখা হয় না তুর্যের সঙ্গে... আর কি দেখা হবে তাদের? মুশফিক কল্লোলের পরিচালনায় ভালোবাসা দিবসের বিশেষ নাটকে অভিনয় করেছেন আবির মির্জা, তাসনুভা এলভিন, আল মামুন, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১১.২৫ মিনিটে, বাংলাভিশনে।