English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩১

যেসব বিখ্যাত তারকা আগে ছিলেন পাগল

নিজস্ব প্রতিবেদক
যেসব বিখ্যাত তারকা আগে ছিলেন পাগল

স্বপ্নের তারকারা জমকালো রূপে আবির্ভূত হলেও মূলত তাদেরও জীবনযাত্রা আর দশজন মানুষের মতোই সুখ-দুঃখ, হাসিকান্না, স্বাস্থ্য সমস্যা  জড়িয়ে আছে। কোনো কোনো বিখ্যাত তারকার আবার মানসিক সমস্যাও ছিল। সরাসরি বললে তারা পাগল ছিলেন। তবে জনপ্রিয়তার পারদ চড়ে যাওয়ায় সেসব বিষয় এখন চলে গেছে আড়ালেই। সম্প্রতি পশ্চিমা একটি গণমাধ্যম সেসব তারকার গোপন বিষয়টি ফাঁস করে দিয়েছে। সেই সুবাদে তাই জেনে নিন, কোন কোন বিখ্যাত তারকা আগে পাগল ছিলেন।

রবিন ইউলিয়ামসঃ এই বিখ্যাত অভিনেতা একসময় মানসিক অবসাদে ভুগেছেন। কারও সঙ্গে যোগযোগও ঠিক মতো রক্ষা করতেন না। ২০১৪ সালের আগস্ট মাসে এমন কারণেই নিজের জীবন নিজে কেড়ে নেন তিনি।

এলটন জনঃ পুরোপুরি পাগল না হলেও ৯০ দশকের পর অনেকটা আড়ালেই চলে যান ‘স্যাক্রিফাইস’ গানের এই গায়ক। যার কারণ নাকি ছিল শারীরিক ও মানসিক অবসাদ। এরই পাশাপাশি ছিল বিভিন্ন পণ্য ও খাদ্যদ্রব্যের প্রতি অতিরিক্ত আসক্তি।

ক্যাথেরিন জেটা জোন্সঃ হলিউডের এই জনপ্রিয় নায়িকা একসময় মানসিক সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এজন্যে চিকিৎসকের স্মরণাপন্নও হতে হয় তাকে। বড় ধরণের সমস্যা না থাকলেও সব সময় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেন। ২০১১ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই বিষয়টি স্বীকার করেন। তবে সেটা যে এখন নিয়ন্ত্রণে চলে এসেছে সেটাও জানিয়েছিলেন ক্যাথেরিন।

অ্যাশলে জুডঃ মানসিক অবসাদ আর স্নায়ু দুর্বলতার কারণে বলতে গেলে জীবন তছনছ হয়ে গিয়েছিল এই হলিউড তারকার। যদিও পরে তা কাটিয়ে উঠেছিলেন তিনি।

অ্যামান্ডা বাইন্সঃ একাধারে টিভি ও চলচ্চিত্রে সফল এই তারকাও সিজোফ্রেনিয়া’য় আক্রান্ত ছিলেন। অন্যমনস্কতা আর খেয়ালী আচরণের কারণে আশপাশের মানুষের সমালোচনাও শুনতে হত তাকে।

মেল গিবসনঃ হলিউডের এই বিখ্যাত অভিনেতাও মানসিক সমস্যায় বেশ কিছুদিন কাটিয়েছেন। তারও ছিল সিদ্ধান্তহীনতার সমস্যা। মনে করতেন, প্রতিনিয়ত সবাই তার সমালোচনা করছেন।

ভ্যান ডেমঃ অ্যাকশন আর রোমহর্ষক কাহিনীতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের টান টান উত্তেজনাতে রেখেছেন তিনি বহুবার। কিন্তু হলিউডের এই অ্যাকশন স্টার নিজেও মানসিক অবসাদে ভুগেছেন। সমস্যাটি এমন পর্যায়ে চলে যায় যে দ্বিমুখী আচরণ করতেন তিনি। অনেকে বলেন, কিক বক্সিং-এ প্রশিক্ষণের কারণে তার এই সমস্যার আরও প্রসার ঘটে।

এমা থম্পসনঃ তিনি নিজেও মানসিক অবসাদে ভুগেছেন। এই সমস্যা তার এমন পর্যায়ে চলে যায় যে একসময় দাম্পত্য সম্পর্কে পর্যন্ত সমাপ্তি টানেন।

জিম ক্যারিঃ মাস্ক খ্যাত হলিউড তারকা জিম ক্যারি প্রায় বছর খানেক মানসিক অবসাদের কারণে নিজেকে গুটিয়ে রেখেছিলেন।

অয়েন উইলসনঃ অভিনয়ের মাধ্যমে বিশ্বের বহু মানুষকে হাসিয়েছেন তিনি। আর বাস্তব জীবনে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন দুঃখের সাগরে। ২০০৭ সালে একবার আত্মহত্যার চেষ্টা করেন এই হলিউড তারকা।