English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:১৬

সাদ শাহরিয়ারের ‘ভালো লাগবেনা’

নিজস্ব প্রতিবেদক
সাদ শাহরিয়ারের ‘ভালো লাগবেনা’

রক ধাঁচের গান নিয়ে গত ৩১ জানুয়ারি প্রকাশ হল শিল্পী সাদ শাহরিয়ার-এর দ্বিতীয় একক অ্যালবাম ‘ভালো লাগবেনা’। অ্যালবামটির সঙ্গীত পরিচালনায় ও ৫টি গানের গীতিকার হিসেবে ছিলেন শিল্পী নিজেই। এছাড়াও অ্যালবামটিতে গীতিকার হিসেবে কাজ করেছেন আফসান আলম এবং কাজী সায়মা শারমিন। এতে বাংলা গানের কিংবদন্তি শচীন দেব বর্মণ এর কথাও সুরে কাল কাল জয়ী গান‘বাঁশি শুনে আর কাজ নাই’ গেয়েছেন শিল্পী সাদ শাহরিয়ার।

অ্যালবামটি বিশ্বব্যাপী স্রোতারা শুনতে ও ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন আই টিউন্স, অ্যামাজন, গুগল প্লে, সাভান ইত্যাদি। এছাড়া বাংলাদেশি স্রোতারা গানগুলো শুনতে পাচ্ছেন জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক ও এয়ারটেল ইয়োন্ডার মিউজিক-এর মাধ্যমে। অথবা  কোনো ভিসা মার্চার কার্ড ও বিকাশ ব্যবহার করে কিনতে পারেন সূর্যরাজ্জ্য এর মাধ্যমে। সাথে থাকবে অ্যালবামের একটি ৬পৃষ্ঠা ডিজিটাল বুকলেট। অ্যালবামটি সিডি আকারেও পাওয়া যাচ্ছে। অ্যালবামটির প্রকাশ করেছে মাশরুম ইন্টারটেইনমেন্ট।

২০১২ সালে সাদ শাহরিয়ার এর ১ম অ্যালবাম ‘ফুলের নাম’ প্রকাশিত হয়। যে অ্যালবামটি শিল্পী তার আত্মীয়স্বজন ও বন্ধু মহলকে ‍উৎসর্গ করেছিলেন। এই অ্যালবামটি বাংলাদেশের সকল মিউজিশিয়ানদের উৎসর্গ করে তুরুণ এই শিল্পী।