English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৩

পাকিস্তানে নিষিদ্ধ 'রইস'

অনলাইন ডেস্ক
পাকিস্তানে নিষিদ্ধ 'রইস'

শোনা যাচ্ছিল পাকিস্তানে মুক্তি পেতে পারে রইস। গত এক সপ্তাহ ধরে এই খবর আরও জোরদার হচ্ছিল। তার ওপর কাবিল মুক্তি পাওয়ায় রইসের রাস্তাও উন্মুক্ত হবে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে না পাকিস্তানে। সে দেশের সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেয়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশ, ইসলামকে নাকি সেখানে ছোট করে দেখান হয়েছে। এ ছাড়া অপরাধী হিসেবেও দেখানো হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের। সেই কারণেই পাকিস্তানে ছবিটি রিলিজ করবে না।

উরি হামলার পর ভারতের অনেক সংগঠন পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে বন্ধ হয়ে যায় ভারতীয় সিনেমা। কিন্তু পাকিস্তানি চলচ্চিত্রশিল্পে এর প্রভাব পড়ে। সেই কারণে সে দেশে আবার ভারতীয় ছবি দেখানো শুরু হয়। গত সপ্তাহেই পাকিস্তানে রিলিজ করেছে কাবিল।