English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৯

সালমান প্রেমিকা ইউলিয়ার ভারতীয় র‌্যাম্পে উষ্ণ স্টেপ

অনলাইন ডেস্ক
সালমান প্রেমিকা ইউলিয়ার ভারতীয় র‌্যাম্পে উষ্ণ স্টেপ

বিনোদন ডেস্ক : প্রথমবার ভারতীয় র‌্যাম্পে হাঁটলেন সালমানের বিদেশি গার্লফ্রেন্ডে ইউলিয়া ভানতুর। বুঝতে হবে সালমান খানের প্রেমিকা বলে তো কথা। কেন বা আসবেন না।

ডিজাইনার লেবেল স্‌প্ল্যাশ’এর শোয়ের আগে জোর গুজব রটেছিল, ডিজাইনারের বিশেষ বন্ধু সালমান খান আসছেন। কিন্তু শো শুরু হতে দেখা যায়, নিজে না এলেও তাঁর প্রিয়জনদের ঠিকই পাঠিয়েছেন শো’তে।

আয়োজনে উপস্থিত ছিলেন এলি আব্রাম থেকে ডেজি শাহ, সকলেই। র‌্যাম্পে হাঁটলেন সুরজ পঞ্চোলি, কারিশ্মা তন্না এবং শেষে ভাইজানের প্রিয় ইউলিয়া। শোয়ের পর তিনি প্রথমেই নিজের নামের সঠিক উচ্চারণটা শিখিয়ে দিলেন মিডিয়াকে।

সালমানের অনুরোধেই কি এতজনকে র‌্যাম্পে হাঁটানো? প্রশ্নটা এড়িয়ে গেলেন ডিজাইনার। এমন দিনে ইউলিয়ার পাশে কেন নেই সালমান? উত্তরে ডিজাইনার বললেন, ও যথেষ্ট পেশাদার। আজ কাজ পড়ে গিয়েছিল। তাই আসেনি। খবর ইন্ডিয়া ডটকম।