English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০

বক্স অফিসে ১০০ কোটির ব্য়বসা ছাড়াল হৃতিকের ‍'কাবিল‍'

অনলাইন ডেস্ক
বক্স অফিসে ১০০ কোটির ব্য়বসা ছাড়াল হৃতিকের ‍'কাবিল‍'

প্রথম সপ্তাহেই দুই সিনেমাই সমানে সমানে টক্কর দিয়ে ৩০-৪০ কোটি ব্য়বসা করে ফেলে।

 
Raees vs kabil

দঙ্গলের মহড়া নয়, তবে ‘দঙ্গল‍’ই হচ্ছে বইকি। ‍’রইস‍’কে জোর টক্কর দিচ্ছে হৃতিকের ‍’কাবিল‍’।  ফিল্ম রিলিজের ১১ দিনের মাথাতেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি ছাড়াল ‍‍’কাবিল‍’‍। শনিবারই কাবিলের বক্স অফিস কালেকশন ছিল  ৯.২২কোটি। রবিবার ছুটির দিনে স্বাভাবিক ভাবেই ব্য়বসা বেড়েছে।

Kaabil full movie free download online

কাবিলের সাফল্য় নিয়ে বিভিন্ন প্রডিউসার, ডিস্ট্রিবিউটার বক্তব্য় অবশ্য় প্রায় এক। তাঁদের কথায় এদেশের দর্শকের সেন্টিমেন্টের কথা ভাবলে কোনও সিনেমাই শুধুমাত্র মারপিট-লড়াই দিয়ে বাজিমাত করতে পারে না। তাতে অন্য় রসদ কিছু থাকতে হবে বইকি। তবে একথা শুনে স্বাভাবিক ভাবেই শাহরুখ ফ্য়ানরা অবশ্য় কিছুটা আড় চোখেই তাকাবেন। সেখানেই তো লড়াই। তবে এক্ষেত্রে পালটা ‌যুক্তি খাঁড়া করেছেন বলিউডের প্রডিউসার, ডিস্ট্রিবিউটাররা। তাঁদের কথায় শাহরুখ খানের ছবির ব্য়বসা করার জন্য় শাহরুখ নামই ‌যে ‌যথেষ্ট। ফিল্ম হিট করানোর জন্য়ও ‘এক নামই কাফি হ্য়ায়‍’।

Raees review fb

‌যাবতীয় বিতর্কের শেষে গত ২৫ জানুয়ারি একসঙ্গে মুক্তি পায় ‍’রইস‍’ ও ‍’কাবিল‍’‍। প্রথম সপ্তাহেই দুই সিনেমাই সমানে সমানে টক্কর দিয়ে ৩০-৪০ কোটির ব্য়বসা করে ফেলে। ‌প্রথম দিকে শাহরুখের ‘রইস‍’ হৃতিকের ‘কাবিল‍’-এর থেকে কিছুটা এগিয়ে থাকলেও ক্রমশ ফারাক কমতে থাকে। ফিল্ম সমালোচকরা অবশ্য় মনে করছেন, হৃতিকে অভিনয় দক্ষতা আর ছবির ইমোশনাল ট্রিটমেন্টই দর্শক টানেছে। এক্ষেত্রে বক্স অফিসের ময়দানে সমানে সমানে লড়াই চলছে দুই প্রতি‌যোগীর। এখানে দঙ্গল চলছে শাহরুখ খানের স্টারডম বনাম হৃতিকের ইমোশনাল গল্প।

একনজরে আপনারাও দেখুন ‍’কাবিল‍’‍ আর ‍’রইসে‍’র বক্স অফিস কালেকশন…

ষষ্ঠ দিন, সোমবার রইস—৮.২৫ কোটি টাকা ,  কাবিল ৬.৪ কোটি টাকা

সপ্তম দিন মঙ্গলবার রইস—৭.৫২ কোটি টাকা,  কাবিল ৬.১০ কোটি টাকা

অষ্টম দিন বুধবার রইস—৭.১ কোটি টাকা, কাবিল ৬.৭০ কোটি টাকা

নবম দিন বৃহস্পতিবার রইস—৬.২৫ কোটি টাকা, কাবিল ৫.২৫ কোটি টাকা

দশম দিন শুক্রবার রইস—৬.৬০ কোটি টাকা, কাবিল ৬.৪০ কোটি টাকা