English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৪৯

কেউ আমাকে ময়না ডাকেনি

নিজস্ব প্রতিবেদক
কেউ আমাকে ময়না ডাকেনি

শনিবার বনানীর হান্ডি রেস্টুরেন্টে ছিল নতুন ছবি ‘ময়না’র নায়িকা হিসেবে মাহির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রখ্যাত নির্মাতা এস এ হক অলিক। তিনি মজা করে বলছিলেন, ‘প্রেমিকরা সবসময় তাদের প্রেমিকাদের আদর করে ময়না, টিয়া, জানপাখি অনেক নামেই ডাকে। কিন্তু আমার কোনো প্রেমিকই ‘ময়না’ নামে ডাকেনি।

মাহি কিছুটা মজা করে বলেন, “আমার প্রেমিকরা আমাকে আদর করে অনেক নামে ডাকলেও কেউ কখনো ‘ময়না’ নামে ডাকেনি। এমনকি এখন যার ডাকার কথা (তার স্বামীকে অপুকে উদ্দেশ্য করে) সেও কোনো বিশেষ নামে ডাকে না। মাহি নামটাও পারলে ছোট করে ডাকে সে।” অবশ্য অনুষ্ঠানে উপস্থিত অলিক তখন বলেন, ‘আসলে অপু যখন ফোন দিয়ে তোমাকে ময়না ডাকতে যাবে তখন হয়ত তুমি বলো, ‘আমি শটে আছি, এত ফোন দাও কেন?’ তখন আর বেচারার ময়না ডাকার মুড থাকে না।’

দুজনের কথা গুলো বেশ উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

ছবির নাম কেন ‘ময়না’? জবাবে পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমাতে ‘ময়না’ একটি উপন্যাসের নাম। লেখক তার নিজের জীবনী ময়নার মাধ্যমে তুলে আনেন। মাহির বিপরীতে নায়ক যিনি থাকবেন তিনি এ চরিত্রে অভিনয় করবেন। এখানে লেখকের জীবনে তরুণ, মধ্য ও বৃদ্ধ বয়স দেখানো হবে।

মাহি ছবিটিতে কাজ করা প্রসঙ্গে বলেন, “গত কয়েকমাসে ‘গোলাপতলীর কাজল’, ‘জান্নাত’সহ বেশ কয়েকটি ছবি করেছি; যেগুলো গ্রামীণ চরিত্রের। তাই ভেবেছি ব্যাপারটা থেকে একটু বের হওয়া দরকার। এখানে ময়না একটি আধুনিক মেয়ের চরিত্র। পুরো সিনেমা জুড়েই তার প্রাধান্য” অনন্য মামুন পরিচালিত ছবিটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত শুটিং চলবে ছবিটির। আগামী ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে এটি নির্মাণ করা হচ্ছে।