English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫১

রঙ ফর্সার বিজ্ঞাপন বয়কট নায়িকার

নিজস্ব প্রতিবেদক
রঙ ফর্সার বিজ্ঞাপন বয়কট নায়িকার

বিনোদন ডেস্ক : সিনেমার নায়িকাদের মতো সুন্দরী হবার বাসনা কমবেশি সব নারী তার মনের মধ্যে লালন করেন। আর সে জন্যই নায়িকাদের ব্যবহার করা হয় বিভিন্ন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন চিত্রে। 

বহুজাতিক কোম্পানি গুলোর লোভনীয় ও বিগ বাজেটে ক্যাটরিনা, কারিনা, ঐশরীয়া রায়রা যখন বিক্রি হচ্ছেন তখন নিজেকে ওই সব বিজ্ঞাপন থেকে প্রত্যাহার করে সাহসী সিদ্ধান্ত নিলেন পান্নু।

এমনই ‘আনফেয়ার’ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনকে বয়কট করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নায়িকাদের মতো ফর্সা হতেই হবে এমন মানসিকতা থেকে দূরে থাকতে বললেন তিনি। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে ফর্সা হওয়ার ক্রিমের (ফেয়ারনেস ক্রিম) প্রচারে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় অনুষ্ঠানটি থেকেও নিজেকে প্রত্যাহারের সাহসি সিদ্ধান্ত নেন এই বলিউডের এই অভিনেত্রী।