English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৩

ছোট্ট রাখি যা বলছে তা কী ঠিক?

অনলাইন ডেস্ক
ছোট্ট রাখি যা বলছে তা কী ঠিক?

বিনোদন ডেস্ক : ‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো।’  হ্যাঁ ‘রাখিবন্ধন’  তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। কিন্তু বিপত্তি ঘটল স্টার জলসার এ  সিরিয়ালে ছোট্ট রাখিকে কি দিয়ে যেসব কথা বলানো হচ্ছে তা কি আদো ঠিক?

এনিয়ে সমালোচনার পারদ এখন তুঙ্গে। কলকাতার বাংলা ধারাবাহিক নিয়ে অভিযোগের অন্ত নেই। এর একটি হলো একই গল্প ঘুরে-ফিরে একাধিক নাটকে উঠে আসছে। তার জবাব দিতেই যেন নির্মিত হয়েছিল ‘রাখিবন্ধন’। কিন্তু নিষ্ঠুর জেঠি মা’র হাতে দুই অনাথ ভাই-বোনের দুর্দশা আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা নিয়ে লেখা হয়েছে ‘রাখিবন্ধন’-এর কাহিনী। 

মোটামুটি এ স্টোরিলাইন প্রোমোতে দেখে ভাবা হয়েছিল দারুণ কিছু হতে যাচ্ছে। কিন্তু সেই অসাধারণ জীবন-সংগ্রাম দেখাতে গিয়ে ধারাবাহিকের চিত্রনাট্যকার ক্ষুদে অভিনেতার মুখে যা যা সংলাপ লিখছেন, সেটা বহু দর্শকের কাছেই অসহনীয় হয়ে উঠছে।

ছোটরা অনেক সময়ই এমন কিছু কথা বলে বা বলে ফেলে যা তারা আদতে ঠিক বোঝে না। কোথায়, কখন কোন কথাটা বলতে হয় তার সম্যক ধারণা তাদের থাকে না। কিন্তু সেই ধরনের কথাবার্তা কখনোই অভিপ্রেত নয়। বয়সের তুলনায় অতিরিক্ত পাকা কথা ছোটদের মুখে শুনতে ভাল লাগতে পারে কিন্তু সেটা তাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়।

প্রশ্ন উঠেছে, এই ধারাবাহিকে ‘রাখি’ চরিত্রটির মুখে তেমন সংলাপ বসিয়ে ঠিক কী বোঝাতে চাইছে প্রযোজক সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ? এর নাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো? শৈশবের অসহায়তাকে বোঝাতে গিয়ে গোটা বিষয়টা কি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে না?