English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:৩৯

পরীমনির টাকা নিয়ে পালিয়েছে তার কর্মচারী

অনলাইন ডেস্ক
পরীমনির টাকা নিয়ে পালিয়েছে তার কর্মচারী

চিত্রনায়িকা পরীমনির ৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছে তার স্টাফ মেম্বার।    সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই এই তথ্য জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

পরীমনি লিখেছেন, 'আমার স্টাফ মেম্বার্সদের মধ্যে একজন গতকাল রাতে না বলে বাসা থেকে চলে গেছে। ৬ লাখ ৪০ হাজার টাকা মিসিং। কী হলো ব্যাপারটা?'  পরীমনি নিজেই প্রশ্ন রাখেন।   তবে তার স্টাফ কে, কোথাকার এসব বিষয়ে কিছুই জানান নি এই নায়িকা।   তবে ফেসবুক স্ট্যাটাসে এরপরেই লিখেছেন, 'থানায় যাচ্ছি,  জিডি করি আগে তারপরে তার নাম এবং ডিটেলস লিখবো। ' 

তবে দুই ঘণ্টার অধিক সময়েও পরীমনি বিস্তারিত জানান নি। ঘটনা সম্পর্কে জানতে পরীমনির মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায় নি।মেধাবী অভিনেত্রী পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল ছবিসহ বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন।