English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৭

'পাকিস্তানি শিল্পীদের এভাবে ব্যান করা উচিত নয়'

সিনেমা তৈরি করতে ২-৩ দিন নয়, অনেক বেশি সময় লাগে l তাই হঠাত করে এমন সিদ্ধান্ত কেন ?
অনলাইন ডেস্ক
'পাকিস্তানি শিল্পীদের এভাবে ব্যান করা উচিত নয়'

আচমকাই পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ‘ব্যান’ করা অনুচিত l একটা সিনেমা তৈরি করতে অনকে সময় লাগে l অনেক পরিকল্পনা লাগে l ২-৩ দিনের মধ্যে এটা তৈরি করা যায় না l তাই, একটা সিনেমা ব্যান করার কথা এভাবে বলা যায় না বলে মন্তব্য করলেন ঋষি কাপুর l

শুধু তাই নয়, গত ৬ মাস ধরে একটা সিনেমা তৈরির কাজ চলল,  আচমকাই সেটা ব্যান করার দাবি করলে, সেটা সমর্থনযোগ্য নয় l কোনও সিদ্ধান্ত নিতে হলে, সঠিক সময় দরকার বলেও মনে করেন রণবীর কাপুরের বাবা l

পাশপাশি, প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী কী করে পাকিস্তানে গিয়েছিলেন, এবং নওয়াজ শরিফের সঙ্গে হাত মিলিয়েছিলেন, সে বিষয়েও প্রশ্ন তোলেন ঋষি কাপুর l তাঁর কথায়, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ঝামেলা হতে পারে, এটা জেনেও কেন নরেন্দ্র মোদী হাত মেলালেন নওয়াজ শরিফের সঙ্গে ? সেই প্রশ্নও ছুঁড়ে দেন কাপুর পরিবারের ওই সদস্য l

প্রসঙ্গত, অ্যায় দিল হ্যায় মুশকিল-এ ঋষি পুত্র রণবীর কাপু, ঐশ্বরিয়া এবং অনুষ্কা শর্মার সঙ্গে ছিলেন পাক অভিনেতা ফাওয়াদ খান l ফলে,ওই সিনেমার মুক্তি নিয়ে জোরদার ঝামেলা হয় l রন্বিরের সিনেমা নিয়ে ওই ঝামেলার প্রসঙ্গ তুলেই কি এবার পাক অভিনেতাদের ব্যান নিয়ে খোঁচা দিলেন ঋষি, উঠছে সেই প্রশ্ন l ‘কাপুর অ্যান্ড সন্স’-এও হৃষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান