English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫৮

আবারও জুটি বেধেছেন হাবিব-ন্যান্সি

অনলাইন ডেস্ক
আবারও জুটি বেধেছেন হাবিব-ন্যান্সি

বিনোদন ডেস্ক: এক যুগেরও বেশি সময় ধরে সংগীতের সবচেয়ে সফল জুটি হাবিব-ন্যান্সি আবারও একসঙ্গে জুটি বেধেছেন।

দীর্ঘদিন পর আবারও একত্রে কাজ করলেন গানের ভূবনের জনপ্রিয় এই দুই কন্ঠ শিল্পী। সম্প্রতি রাজধানীর গ্রীন রোডে হাবিবের স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। তবে এটি কোনো চলচ্চিত্র কিংবা অ্যালবামের গান নয়। এটি একটি বিজ্ঞাপনের জিঙ্গেল।

এর আগেও হাবিবের সুরে বেশকিছু জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। সেগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এবার নতুন জিঙ্গেলে কণ্ঠ দিলেন তিনি।

এপ্রসঙ্গে হাবিব বলেন, জিঙ্গেলের কাজ আমি নিয়মিতই করছি। তারই ধারাবাহিকতায় এ কাজটি করা। অনেকদিন পর আমার করা জিঙ্গেলে ন্যান্সি কণ্ঠ দিলো। সঙ্গে ছিলো প্রতীক। অসাধারণ গেয়েছে তারা।  জিঙ্গেলটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।