English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ২১:১৬

সেন্সর বোর্ডের সনদ পেল সাকিব-পাওলির ‘সত্তা’

নিজস্ব প্রতিবেদক
সেন্সর বোর্ডের সনদ পেল সাকিব-পাওলির ‘সত্তা’

বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ডের কাঁচির ব্যবহার ছাড়াই হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ । 

মঙ্গলবার খবরটি নিশ্চিত করে পরিচালক জানান, সিনেমাটি বিনা কর্তনে সেন্সর সনদ লাভ করেছে।

‘সত্তা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার পাওলি দাম। শোনা গিয়েছিল ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ প্রসঙ্গে কল্লোল জানান, ভালোবাসা দিবসে আসছে না।

তিনি বলেন, ‘আগে প্রচার প্রচারণা চালাই, তারপর মুক্তি দেব। তবে খুব শিগগিরই মুক্তি পাবে।’

২০১৪ সালের ১৬ নভেম্বর ‘সত্তা’র শুটিং শুরু হয়। ২০১৬ সালের ১৫-২০ অক্টোবর কক্সবাজারে দুটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে চিত্রায়ন শেষ হয়।

‘সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনায় এ ছবিতে ছয়টি গান থাকছে। কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।