English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৩:২২

ভালোবাসা দিবসের নতুন নাটকে সোনিয়া হোসেন

সোহেল
নিজস্ব প্রতিবেদক
ভালোবাসা দিবসের নতুন নাটকে সোনিয়া হোসেন
সোনিয়া হোসেন

বিনোদন : শোবিজের জনপ্রিয় তারকা মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা সোনিয়া হোসেন নাটক-বিজ্ঞাপনে বরাবরই দর্শকের বাড়তি আগ্রহের বিষয়। আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় এই তারকা।

নাটকেটি এক জোড়া প্রেমিক যুগলে ভালোবাসার চমৎকার গল্প নিয়েই তৈরি। সোনিয়ার বিশ্বাস  দর্শকদেরও বেশ ভালো লাগবে নাটকটি। 

ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় নাটকটির শুটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে নাটকটি কোন টিভি চ্যানেলে প্রচার করা হবে তা এখনও ঠিক হয়নি বলে ঢাকা পোস্টকে জানান সোনিয়া। 

সোনিয়া হোসেন ২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার শীর্ষ পাঁচে স্থান পেয়েছিলেন। এরপর তিনি এশিয়াটিক, ইউনিলিভারসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবে কাজ করেন। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ২০০৫ সালের ‘ভালোবাসা দিবসে’ প্রচারিত ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে প্রথম অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু সোনিয়ার।

ছোট পর্দায় তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে-‘ফিল ইন দ্য গ্যাপ’ ‘উচ্চতর পদার্থ বিজ্ঞান’, ‘এসো ভুল করি’, ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’।

ইউটার্ন সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রেও অভিষেক হয় সোনিয়া হোসেনের।