English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১৩:৫৩

মাহি-সাইমনকে শাবনূরের শুভ কামনা

অনলাইন ডেস্ক
মাহি-সাইমনকে শাবনূরের শুভ কামনা
শাবনূর-মাহি

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় বসেও মাহির প্রতি শুভকামনা জানালেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর।

আগামী ১ ফেব্রুয়ারি মাহি-সাইমনকে নিয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক 'জান্নাত' ছবি কাজ শুরু করতে যাচ্ছেন।

আর এই মানিকের ছবি মানেই শাবনূরের স্পেশাল বার্তা।কারণ এ পরিচালকের হাত ধরেই 'দুই নয়নের আলো' ছবিতে অভিনয় করে ক্যারিয়ারে একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন শাবনূর। তা ছাড়া মানিক পরিচালিত বেশিরভাগ ছবির নায়িকাও তিনি।   

তাইতো অস্ট্রেলিয়াতে বসেই পরিচালক, ছবির প্রধান অভিনেত্রী মাহি ও নায়ক সাইমন'সহ সবার জন্য শুভকামনা জানিয়েছেন শাবনূর।

পরিচালক মানিক বললেন, শাবনূর শুধু বড়মাপের একজন অভিনেত্রী নন। তিনি বড় মনের মানুষও বটে। তিনি যেখানেই থাকুন না কেন আমার প্রতিটি কাজের আগেই তিনি শুভকামনা জানিয়েছেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে কাজ করছেন শাবনূর। তিনি দেশে ফিরলেই ছবির বাকি কাজ শেষ করবেন বলে জানালেন পরিচালক।