English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৭:২৭

নির্মাতাদের বনভোজন মাতাবেন চলচ্চিত্র তারকারা

নিজস্ব প্রতিবেদক
নির্মাতাদের বনভোজন মাতাবেন চলচ্চিত্র তারকারা
ঢাকাই ছবির তারকারা

আড্ডা গল্প, গান, ছুটিছুটি, প্রিয়মুখের মিলন মেলা নিয়েই বনভোজন। আর তা যদি হয় চলচ্চিত্র নির্মাতাদের হয়, তাহলে তো তারার হাট বসারই কথা। ঠিক তাই হবে আগামী ৪ ফেব্রুয়ারি। 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে নরসিংদীর সূবর্ণগ্রামে। সেখানেই থাকছেন তারকাদের বিশেষ আয়োজন। জাঁকজমকপূর্ণভাবে বনভোজন সফল করতে ইতোমধ্যে নেয়া হয়েছে সব ব্যবস্থা। ঢাকাই ছবির নায়ক-নায়িকা-নির্মাতা সকলেই থাকবেন সেই অনুষ্ঠানে। 

বনভোজনে আনন্দ বাড়াতে থাকছে জনপ্রিয় সিনেমার গানের সঙ্গে সজল-মম, নিরব-আইরিন, আসিফ নূর-অধরার নাচ। কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এরই মধ্যে সজল-মম দু’জনেই নাচের মহড়ায় অংশ নিয়েছেন। সজল বলেন, ‘কালজয়ী কিছু জনপ্রিয় গানের সঙ্গে আমরা নাচবো। আশা করছি আমাদের পরিবেশনা এই আয়োজনে বাড়তি আনন্দ যোগ করবে।’

সজল অভিনীত ‘রান আউট’ ছবিটি মুক্তি পেয়েছে বছর দুয়েক আগে। তার হাতে রয়েছে ‘হারজিত’। অন্যদিকে মমর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে- দারুচিনি দ্বীপ ও ছুঁয়ে দিলে মন। তার হাতে রয়েছে আমি শুধু তোর হবো ও স্বপ্নবাড়ি।

সম্প্রতি মুক্তি পেয়েছে আইরিনি অভিনীত এক পৃথিবী প্রেম। এই সিনেমার নায়ক ছিলেন আসিফ নূর। মুক্তির অপেক্ষায় আছে নিরবের বলিউডের ছবি ‘শয়তান’। আসিফ নূরের সঙ্গে জুটি বেঁধেছেন অধরা। শাহীন সুমনের পরিচালনায় ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাতে অভিনয় করছেন তারা।