English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৭

মা-বাবা মেয়ের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন সারিকা

অনলাইন ডেস্ক
মা-বাবা মেয়ের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন সারিকা
সারিকা-ফাইল ছবি

বিনোদন ডেস্ক: আজ ২৭ জানুয়ারি, বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার জন্মদিন। সংসার জীবনের ব্যস্ততা কাটিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে আবারও ফিরেছেন পর্দায়।  

স্পেশাল এই দিনটিতে হাতে কোন কাজ রাখেননি অভিনেত্রী। সম্পূর্ণ পারিবারিক গন্ডির মধ্যে মা-বাবা ও একমাত্র মেয়ে স্যাহরিশ আনায়াহর সঙ্গেই দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন সাকিরা।

বর্তমানে একটি বহুজাতিক কোম্পানির ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার বিপরীতে আছেন ইমন। এছাড়া তিনি আদনান আল রাজীবের নির্দেশনায় দুটি ভিন্ন বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপনেও মডেল হয়েছেন Image may contain: 2 people, people smiling

সারিকা জানান, বিজ্ঞাপন-নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ রয়েছে। তবে অপেক্ষা করছেন ভালো চিত্রনাট্যের। নিজেকে সেভাবে প্রস্তুত করছেন।