English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১১:৪৬

বুবলীকে একহাত নিলেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
বুবলীকে একহাত নিলেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস-বুবলী

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রায় ১০ মাস ফিরে এলেন অপু বিশ্বাস। যাকে দর্শক, সাংবাদিক, প্রযোজক, পরিচালকেরা খুঁজে ফিরছেন, তিনিই নিজ থেকে ফিরলেন। তবে ফিরেই সাকিব খানের নতুন জুটি বুবলীকে একহাত নিলেন অপু।

‘অহংকার’ ছবিতে সাকিব খানের নতুন জুটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শিল্পচর্চাকে অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। শিল্পী সংকটের সময় নতুন অভিনয়শিল্পীর দরকার ছিল। তবে শিল্পচর্চা যাঁরা করেন, এমন শিল্পী এলে ভালো। আমি যেমন নৃত্যশিল্পী থেকে অভিনয়শিল্পী হয়েছি। নৃত্য অভিনয়ের একটা অংশ। বুবলী সংবাদপাঠিকা থেকে নায়িকা হয়েছেন। সেটা শিল্পচর্চার মধ্যে পড়ে কি না, আমার জানা নেই।

শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে অপু বলেন, এখন কিছু বলব না। আমার ও শাকিব খানের সামনা সামনি কেউ যখন এই প্রশ্ন করবেন তখনই এর উত্তর দেব।

উল্লেখ্য, অপুর বিশ্বাসের অনউপস্থিতে চিত্রনায়িকা বুবলী সাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন। নতুন নায়িকা সঙ্গে সাকিবের জুটিতে চলচ্চিত্র জগতের অনেকেই ধরে নিয়েছেন অপু-সাকিব জুটির ভেঙে গেছে। এনিয়ে এখন গুঞ্জন রয়েছে। তবে আপাতত এর কিছুটা হলেও সমাধান হয়েছে অপু প্রকাশ্যে আসাতে। 

বর্তমানে রাজনীতি, মাই ডার্লিং, পাঙ্কু জামাই, মা, লাভ ২০১৭—এই ছবিগুলোর কাজ করছেন অপু বিশ্বাস।