English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ১৫:২০

ডিপজলকে বিয়ে করেছেন মৌসুমী!

অনলাইন ডেস্ক
ডিপজলকে বিয়ে করেছেন মৌসুমী!

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মৌসুমী বিয়ে করছেন চলচ্চিত্রের ‘খলনায়ক’ ডিপজলকে। বাস্তবে নয়,‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি ছবির চরিত্রে তাদের দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। 

ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস আছে, সেই সঙ্গে আছে তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি ভালো কিছু হবে।’

একযুগ পর এবার মনতাজুর রহমান আকবরের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। রাজেশ ফিল্মস ব্যানারে নাদির খান প্রযোজিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ ছবির মাধ্যমে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় ১৪তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা।

২০০৪ সালে সর্বশেষ আকবরের নির্দেশনায় ‘ভাইয়ের শত্রু ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী।