English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ১৩:৩৭

ন্যান্সির ঠোঁটে লেগে থাকা হাসি (ভিডিও)

অনলাইন ডেস্ক
ন্যান্সির ঠোঁটে লেগে থাকা হাসি (ভিডিও)
ন্যান্সি-ফাইল ছবি

বিনোদন ডেস্ক: শুধু তোর জন্যে লাল সবুজের পতাকাটা ভালোবাসি/শুধু তোর জন্যে শত বেদনাতে ঠোঁটে লেগে থাকে হাসি’- এমনই চমৎকার কথা গানটির। হ্যাঁ, এটি সদ্য লিরিক ভিডিও হিসেবে মুক্তি পাওয়া ন্যান্সির গান ‘শুধু তোর জন্যে’ গানটির।

আগমেদ রিজভী কথায় গানটি সাউন্ডটেকের ব্যানারে গত ১৭ জানুয়ারি প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীত আয়োজন মুশফিক লিটু।

ন্যান্সির ‘ভালোবাসো বলেই’ অ্যালবামের গান এটি। সময়ের অন্যতম ব্যস্ত কণ্ঠশিল্পী তিনি, ব্যস্ততার সাথে জনপ্রিয়তার ধরে রেখেছেন। গানটি শ্রোতারা খুব ভালোভাবে নেবেন বলেই আশাবাদী গানসংশ্লিষ্ট সকলেই।