English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ০১:৫৩

ফোন সেক্স করেন প্রিয়ঙ্কা!

নিজস্ব প্রতিবেদক
ফোন সেক্স করেন প্রিয়ঙ্কা!

বিনোদন ডেস্ক: আজকাল প্রায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকে খোলামেলা কথা বলছেন মিডিয়া পাড়ার অনেকেই। সেই তালিকা দিন দিনই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তবে এবার নিজের সম্পর্কে এমন এক বোমা ফাটালেন হলিউড বলিউডে সমান জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। 

‘কফি উইথ করণ’-এর মঞ্চে। খোলামেলা আড্ডায় উঠে এল এমন কিছু কথা যার জন্য প্রিয়ঙ্কা বলেই ফেললেন, ‘আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক।’

কেন বলুন তো? আসলে এই শো-তে এসে প্রিয়ঙ্কা শেয়ার করেছেন তাঁর ফোনে সেক্স করার কথা। জানিয়েছেন, কী ভাবে পার্টনারের সঙ্গে তিনি স্নান করেন। আর এ সব মায়ের কানে যাক তা একেবারেই চান না নায়িকা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এর থেকে বেশি মুখ খোলেননি তিনি। কারণ তাঁর মতে, ভাল জিনিসে নজর লেগে যাবে।

আজ তিনি হলিউডের অ্যালেক্স প্যারিস। সৌজন্যে ‘কোয়ান্টিকো’। বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয়তা তাঁর। কিন্তু হলি জার্নির পথটা শুরুতে এত মসৃণ ছিল না। প্রিয়ঙ্কার কথায়, ‘আমি ২৫টা স্ক্রিপ্ট পড়েছিলাম। তার পর কোয়ান্টিকোর জন্য রাজি হয়েছি।’

বলিউড ছে়ড়ে আপাতত হলিউডেই পাড়ি জমিয়েছেন। কিন্তু সব সময়েই প্রিয়ঙ্কার কড়া নজরে থাকে বলি ইন্ডাস্ট্রি। কে কী করছে, এমনকী কে কী পোশাক পরছে তাও নজরে রাখেন তিনি। 

বলিউডকে মিস করেন? নায়িকার জবাব, ‘আমি বলিউডের ছবি করতে চাই। স্ক্রিপ্ট পড়ছি। হিন্দিতে কথা বলা, নাচ এ সব সত্যিই খুব মিস করি।’Priyanka chopra in salwar kameez photoPriyanka chopra in salwar kameez photoPriyanka chopra in salwar kameez photo

তবে এই শো-য়ে ভারতের যে কোনও তিন প্রধানমন্ত্রী আর যে কোনও তিন মুঘল সম্রাটের নাম বলতে পারেননি প্রিয়ঙ্কা। তাই তাঁরা সাধারণ জ্ঞান যে বেশ নড়বড়ে তা প্রকাশ পেয়েছে গোটা দুনিয়ার সামনেই।