English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:১২

‘হিরো আলম’ গাইলেন র‌্যাপ সং

অনলাইন ডেস্ক
‘হিরো আলম’ গাইলেন র‌্যাপ সং

বিনোদন ডেস্ক: ‘আই এম ফ্রম বগুড়া, আমার ভাব সাব সব উড়া দুড়া’ এ ভাষায় নিজস্ব স্বক্রিয়তা নিয়ে র‌্যাপ সং গাইলেন ‘হিরো আলম’। জাফর ইকবাল গোর্কির পরিচালনায় গানটির লিরিক ও মিউজিক করেছেন আপন দে। মিউজিক ভিডিওটির ক্যামেরায় ছিলেন রোকন। সম্পাদনায় ছিলেন শাবাজ। 

এই র‌্যাপ সংটির মাধ্যমে নিজের ফ্যানদের আবারও আনন্দের খোরাক জুগিয়েছেন। এখানেও তার উপস্থাপনা ছিল একটু আলাদা। 

বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনাল তাদের ইউটিউব চ্যানেলে গত ৪ জানুয়ারি তার হিপহপ স্টাইলের গানটি প্রকাশ করে।

উল্লেখ্য, গত জুন মাসে হঠাৎ করেই ইউটিউবে ঝড় তোলেন বগুড়ার ডিস ব্যবসায়ী হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বাংলা সিনেমা গানের সঙ্গে নিজের অভিনয় ও নাচের ভিডিও নির্মাণ করে প্রকাশ করেন হিরো আলম। অল্প দিনে তিনি তোলপাড় সৃষ্টি করেন পুরো দেশে।