English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০০:১৮

ঝামেলায় জড়ালেন মোশাররফ-মম

অনলাইন ডেস্ক
ঝামেলায় জড়ালেন মোশাররফ-মম

বিনোদন ডেস্ক: না, কোন ঝগড়ার ব্যাপারে বলছি না। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জাকিয়া বারী মম প্রথমবারের মত ধারাবাহিক নাটকে জুটিবদ্ধ হয়েছেন। শামীম জামানের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকে রানী নামক নতুন একটি চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে এই ধারাবাহিকের সাথে যুক্ত হয়েছেন মম।

গত সোমবার মম এই ধারাবাহিকের প্রথম শুটিং করেছেন। সেদিন প্রায় সারাদিনই ছিল মোশাররফ করিমের সঙ্গে তার কাজ। এতে সোবহান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ। ইতোমধ্যেই নাটকটির ৫০ পর্ব প্রচার শেষ হয়েছে। 

পরিচালক শামীম জামান জানান, ৭০ পর্ব থেকে মম অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হবে।

এ নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ নির্মাতা হিসেবে শামীম জামান বেশ ভালো একজন নির্মাতা। বেশ যত্ন নিয়েই শামীম নাটক নির্মাণ করে।যে কারণে বন্ধু শামীমের এই ধারাবাহিকে কাজ করে আমার ভালো লাগে। 

অন্যদিকে মম নিঃসন্দেহে একজন মেধাবী অভিনেত্রী। তাছাড়া তার ব্যাকগ্রাউন্ডই দাবি করে তার ভালো অভিনয় করার। 

মম বলেন,‘মোশাররফ ভাই অনেক গুণী ও শক্তিমান অভিনেতা। যে কারণে তারসঙ্গে অভিনয় করতে আমি সবসময়ই ভয়ে থাকি। অভিনয়ের সময়ে তার অ্যাকশানের বিপরীতে সঠিকভাবে রি-অ্যাকশান দিতে পারবো কি-না এই ভয়টা কাজ করে এখনো। ঝামেলা আনলিমিটেড পরিবারের সাথে যুক্ত হতে পেরে তৃপ্ত আমি।’

নির্মাতা শামীম জামান বলেন,‘মমকে মাথায় রেখেই রানী চরিত্রটি লেখা। আর শুরু থেকেই আমার বন্ধু মোশাররফ করিম নাটকটির ধারাবাহিকতা রক্ষার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করছে।

আরটিভিতে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯.৫০ মিনিটে এই ধারাবাহিকটি প্রচারিত হয়ে আসছে।