English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৯:১৬

ভালোবাসা দিবসে ‘আবদার’ নিয়ে আসছে পড়শী

অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবসে ‘আবদার’ নিয়ে আসছে পড়শী

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে ‘আবদার’ নিয়ে আবারও এক সঙ্গে হাজির হচ্ছেন পড়শী ও ইমরান। ‘জনম জনম’ ও ‘জয় হবেই হবে’সহ দুজনের গাওয়া বেশ  কয়েকটি গান ইতিমধ্যেই বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার আর সিঙ্গল নয় পুরো অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তারা।

ভালোবাসা দিবস উপলক্ষে এই দুই জনপ্রিয় শিল্পী প্রকাশ করতে যাচ্ছেন তিন গানের ইপি অ্যালবাম। রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক ডুয়েট গানগুলোতে কণ্ঠ মিলিয়েছেন ইমরান পড়শী। অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করছেন ইমরান।

ইতোমধ্যেই একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানটির শিরোনাম ‘আবদার’। বাকি গান দুটির রেকর্ডিং কিছুদিনের মধেই সম্পন্ন হবে।