English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ০০:১৯

শিগগিরই সাতপাকে ঘুরবেন পূজা

নিজস্ব প্রতিবেদক
শিগগিরই সাতপাকে ঘুরবেন পূজা
পূজা-ফাইল ছবি

বিনোদন ডেস্ক: টানা একবছর চুটিয়ে প্রেম করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়িকা পূজা। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক মডেল অর্ণব অন্তু।

মডেল অর্ণব মারিয়া নূর-ইরেশ যাকেরের সঙ্গে ‘এখানেই ডট কম’ এর একটি মজার বিজ্ঞাপনচিত্র দিয়ে সবার নজর কাড়েন।  

জানা গেছে, সুন্দরবনে দু’জনার প্রথম পরিচয় ঘটে একটি গানের ভিডিও শুটিংয়ে। বছরখানেক আগে বেলাল খান-পূজার গাওয়া ‘অবুঝ পাখি’ নামের গানটির শুটিং ছিলো। মূলত সেখানেই একজন আরেকজনের মন দেয়া নেয়া করেন। সেই প্রণয়ই এবার রূপ নিতে যাচ্ছে পরিণয়ে।

এর আগে পূজার কাজল দত্ত নামে আরেক পাত্রের সঙ্গে আংটিবদল হয়েছিলো। কিন্তু সেই বিয়েটা শেষ পর্যন্ত হয়নি।