English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ২৩:০৭

প্রকৃত পক্ষেই ইসলাম গ্রহণ করেছেন লিন্ডসে লোহান?

অনলাইন ডেস্ক
প্রকৃত পক্ষেই ইসলাম গ্রহণ করেছেন লিন্ডসে লোহান?

বিনোদন ডেস্ক: মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী লিন্ডসে লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ও ডেইলি মেইল পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি লিন্ডসের ইন্সটাগ্রাম পেছে দেখা গেছে ‘অলাইকুম সালাম’ লেখা। যা তার ইসলাম গ্রহণের ব্যাপারে যোগ সূত্র প্রমাণ করে। তাছাড়াও লিন্ডসের ইসলাম ধর্ম গ্রহণের এ সংবাদের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি নিজের সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। 

এছাড়া ২০১৫ সালে একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছিলেন, সৌদি বন্ধুরা এটি উপহার হিসেবে তাকে দিয়েছে। গত বছর অক্টোবরে লিন্ডসে যখন তুরস্কে সিরিয়ার শরণার্থীদের একটি শিবির পরিদর্শনে যান তখন তিনি হিজাব পরিহিত ছিলেন।

গত বছর তুর্কি টেলিভিশনের একটি টকশোতে লোহান কোরআন শরীফ সম্পর্কে বলেছিলেন, ‘এটি আমার জন্য আধ্যাত্মিকতা জগতের নতুন দ্বার উন্মোচন করেছে, যাতে আমি আরেকটি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই সেই আমি।’

পবিত্র কোরআন হাতে ওই ছবিটির জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন লোহান। তবে দৃড় কন্ঠে লোহান ওই সব সমালোচনার জবাবও দিয়েছেন। বলেছেন, ‘আমেরিকায় তারা আমাকে এর জন্য কঠোর সমালোচনা করা হয়েছে। তাদের কাছে আমাকে শয়তানের মতো করে উপস্থাপন করেছে। কোরআন হাতে ধরায় তাদের কাছে আমি খারাপ মানুষে পরিণত হয়েছি।’

টুইটারে নুরিন কিসতিনা নামে এক তরুণী লিখেছেন, ‘ আমি খুব খুশি লিন্ডসে লোহান ইসলামকে খুঁজে পেয়েছেন। আল্লাহ তাকে হেদায়েত করুন এবং দীর্ঘায়ু দান করুন।’