English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৬:০৩

সিনেমার ব্যস্ত নায়িকা প্রভা!

অনলাইন ডেস্ক
সিনেমার ব্যস্ত নায়িকা প্রভা!
সাদিয়া জাহান প্রভার

বিনোদন ডেস্ক: ছোট পর্দার আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভার। তবে অভিনয়টা ছাড়তে পারেননি একদমই। ব্যস্ত সময় কাটছে অভিনয় নিয়েই। পর্দা ও পর্দার বাহিরে দু’জায়গায় সমান ব্যস্ত আলোচিত এই নায়িকা।  

দীর্ঘদিন অনেক সিনেমার অনেক প্রস্তাব পেলেও করেননি। তবে এবার ছোট পর্দার গল্পে প্রভা অভিনয় করেছেন সিনেমার নায়িকা চরিত্রে। 

মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ‘যে সব গল্প প্রেমিকার’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে একজন প্রথম শ্রেণির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। Image may contain: 2 people

নাটকটিতে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, লুত্ফর রহমান জর্জ। সম্প্রতি এফডিসিতে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। আর সেখানেই ধরা পড়েছে নায়িকা প্রভার ব্যস্ততা। পরিচালক মাহমুদ দিদার জানান, ব্ল্যাক শেইডের প্রযোজনায় ইতিমধ্যেই নাটকটির সব কাজ শেষ।

এটিএন বাংলায় আগামী ২৪ জানুয়ারি প্রচারিত হবে নাটকটি।