English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ১৯:১৪

নিজের ছেলেকে কল্যাণের মত দেখতে চান সোহানা সাবা

নিজস্ব প্রতিবেদক
নিজের ছেলেকে কল্যাণের মত দেখতে চান সোহানা সাবা

বিনোদন ডেস্ক: প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া অভিনেতা ও মডেল কল্যাণ কোরাইয়ার মত নিজের ছেলেকে দেখতে চান সোহানা সাবা।

এদিকে কল্যাণের মিডিয়ার সহকর্মীরা দাবী করেন, কল্যাণ মদ খান না। সে নির্দোষ। জানা যায়, তার জামিনের সুপারিশ নিয়ে বেশ কয়েকজন সেলিব্রেটি স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন।

সকল সিদ্ধান্তই যখন দোদুল্যমান তখন জনপ্রিয় মিডিয়া তারকারা তাদের ফেসবুক আইডির মাধ্যমে তাকে নির্দোষ দাবি করে নানা রকম ইতিবাচক স্ট্যাটাস দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন, অভিনেতা রওনক হাসান, শবনম ফারিয়া, সোহানা সাবা ছাড়াও আরও অনেকে।

সম্প্রতি নায়িকা সাবা তার স্ট্যাটাসে কল্যাণকে নির্দোষ দাবি করে লিখেন, আমার বন্ধুর খুব অভাব, 'মিডিয়াতে হাতে গোনা তিন চারটা বন্ধু মাত্র। এই ছোট বন্ধুর তালিকায় কল্যাণ একজন। আর আমরা আমাদের বন্ধুকে বাঁচাতে গেল কেন কটূক্তি শুনবো। কল্যাণের গাড়ি দুর্ঘটনার শিকার হয় রাত ১.৩০ এ, আর জিয়া ভাইয়ের অ্যাকসিডেন্ট হয় রাত ১১টাতে। তবে কি করে কল্যাণ দোষী হয়।

কল্যাণ কোনদিন কাউকে কষ্ট দেয়নি, মেয়েদেরকে মেয়ে ভাবে না বন্ধু ভাবে। ওকে দেখে মনে হয় না আমাদের জেনারেশনের সব ছেলে বেয়াদব ছেলে, মনে হয় আমার ছেলেটা যেন বড় হয়ে কল্যাণের মত মানুষ হয়। আপনারা প্লিজ বানিয়ে বানিয়ে ওকে নিয়ে বাজে কথা বলবেন না। একটা অ্যাকসিডেন্টের (না প্রমাণ হওয়া) জন্য ছেলেটার সব ভালোমানুষি মিথ্যা হয়ে গেলো।’

কল্যাণের মুক্তি চেয়ে নিজের ফেসবুকে এই স্ট্যাটাসটি দিয়ে ছিলেন সোহানা সাবা। তবে তিনি অবশ্য তার ফেসবুক পেইজ থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেন। ততক্ষণে স্ক্রিন শর্টের মাধ্যমে অনেকে সেই স্ট্যাটাসটি রেখে দিয়েছেন।