English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৬:৩৩

‘ধোনির’ প্রাক্তন প্রেমিকা অর্ধনগ্ন ছবি!

নিজস্ব প্রতিবেদক
‘ধোনির’ প্রাক্তন প্রেমিকা অর্ধনগ্ন ছবি!

অতিসম্প্রতি স্যোশাল মিডিয়ায় একের পর এক সেলিব্রিটিরা হীন মানসিকতার শিকার হচ্ছেন। কখনও মৌলবাদের থাবা, কখনও আবার নিজেদের ছোট পোশাক সংক্রান্ত কুরুচিকর মন্তব্যে ছেয়ে যাচ্ছে তাঁদের টাইমলাইন। 

কিছু দিন আগেই ভারতীয় জাতীয় দলের পেস বোলার মোহাম্মদ শামীর স্ত্রী হাসিন জাহান পোশাক নিয়ে উঠেছে তার ধর্মীয় পরিচয় নিয়ে। এথেকে বাদ পড়েননি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও। কট্টরপন্থীদের আক্রমণের শিকার হয়েছিলেন হালের এই সেনসেশন। এ বার পোশাক বিতর্কে জড়ালেন অভিনেত্রী দিশা পাটানি।

‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ ছবিতে ধোনির প্রাক্তন প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। একটি ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল ছবিটি। দিশা তাঁর ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন।

গত কাল ফেসবুকে একটি সেমি-ন্যুড ছবি পোস্ট করেন তিনি। ছবির কমেন্ট বক্সে ভক্তেরা ক্ষোভ উগরে দিতে থাকেন। এক ভক্ত লেখেন, ‘যিনি তাঁর সৌন্দর্যের কারণে সকলের মন জয় করে নিয়েছেন, তাঁর কোনও প্রয়োজন ছিল না এই সব দেখানোর।’ এক ভক্ত প্রশ্ন তোলেন, ‘আপনি নগ্ন হয়েছেন কেন? যদি নিজের সেক্সিনেস সকলকে দেখানোর জন্য নগ্ন হয়‌ে থাকেন, তবে বলতে হয় কারণটা খুবই বোকা বোকা।’

অনেকে আবার দিশার পক্ষেই দাঁড়িয়েছেন। তাঁরা লিখেছেন, ‘এই ছবি পোস্ট করে কোনও ভুল কাজ করেননি দিশা।’