English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ০২:৫৪

সাংবাদিক জিয়াকে গাড়িচাপা: অভিনেতা কল্যাণ আটক

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক জিয়াকে গাড়িচাপা: অভিনেতা কল্যাণ আটক

ঢাকা: প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিনেতা কল্যাণ কোরাইয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার প্রাইভেটকারই জিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর পান্থপথে প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলামের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এই ঘটনায় মাথা প্রচণ্ড আঘাত পান জিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য জিয়া ইসলামকে মঙ্গলবার দুপুরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের ডা. মোজাফফর আহমেদ জানান, জিয়া ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। চিকিৎসক হিসেবে আশাবাদী হলেও তার অবস্থা সঙ্কটাপন্ন।