English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৯:৪০

উষ্ণতায় ভরা নায়লা নাঈমের পাপা চিক চিক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
উষ্ণতায় ভরা নায়লা নাঈমের পাপা চিক চিক (ভিডিও)

ঢাকা: ইউটিউবে প্রকাশ পেল নায়লা নাঈমের নতুন মিউজিক ভিডিও ‘পাপা চিক চিক’।  নতুন এই মিউজিক ভিডিওতে  গেয়েছেন কণ্ঠশিল্পী এইচএম রানা।

তরুণ এই শিল্পী পাঁচ বছর পর তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসেন। এর নাম ‘রানার’। তারই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা। গত ২৬-২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে রাজধানীতে।

আশিকুর রহমান এর পরিচালনায় গানটি দৃশ্যায়নের প্রশংসা পেলেও, সুর সঙ্গীতের জন্য কোন সাদুবাদ পাননি শিল্পী। নতুন এই মিউজিক ভিডিওতে নায়লা দারুণ পারফর্ম করেছেন বলে মনে করছেন সকলে।

সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে প্রীতম আহমেদ ফিউচারিং নায়লা নাঈমের `কার জন্য` গানটি। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘ভোট ফর ঠোঁট’র পর নায়লার সঙ্গে প্রীতমের এটি দ্বিতীয় গান।