English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৯:৪৩

কোথায় আছেন সুমাইয়া শিমু?

অনলাইন ডেস্ক
কোথায় আছেন সুমাইয়া শিমু?

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকেই মিডিয়ায় অনেকটায় অনিয়মিত হয়ে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। আস্তে আস্তে মিডিয়া থেকে অনেকটা দূরে চলে গেছেন তিনি। বর্তমানে স্বামী সংসারে মনোযোগী হয়েছেন। 

সম্প্রতি তিনি ঘুরতে গেছেন কেনিয়ায়। নাইরোবির অধিবাসীদের সঙ্গে মজার সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। আড্ডার মাঝে কিছু ছবি তুলে তিনি ফেসবুকে শেয়ারও করেছেন।

উল্লেখ্য, গতবছরের আগস্টে বিয়ে করেন শিমু। স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বিয়ের পর থেকেই পরিবারের চাপেই অভিনয় ছেড়ে দেন বলে জানা গেছে।