English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৬:১০

ডিপজলের ছবিতে অমৃতা আউট আঁচল ইন

নিজস্ব প্রতিবেদক
ডিপজলের ছবিতে অমৃতা আউট আঁচল ইন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতে ততটা প্রতিষ্ঠিত নয় চিত্রনায়িকা অমৃতা খান। ২০১২ সালে ক্যারিয়ার শুরু করে মাত্র একটি ছবি বড় পর্দায় এসেছে। ‘গেইম’ নামের ওই চলচ্চিত্রের পর তাকে আর সেভাবে দেখা যায়নি। ‘গুন্ডা দ্য টেররিস্ট’ (২০১৫) ও ‘পাগলা দিওয়ানা’ (২০১৫) নামে দুটি ছবি মুক্তি পেলেও তা দর্শক গ্রহণ করেনি। 

এদিকে ক্যারিয়ারের সংকট মুহূর্তে অমৃতা বড় সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারলে না।

ডিপজলের নির্মাণাধীন সিনেমায় বিগ বাজেটের ছবি ‘এক কোটি টাকা’তে চুক্তিবদ্ধ হন তিনি। এই ছবির শুটিং জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হলেও, তার শুটিং ছিলো ৪ তারিখ থেকে। কিন্তু কাজ শুরু করার আগেই বাদ পড়লেন চিত্রনায়িকা অমৃতা খান।

এর কারণ হিসেবে জানা যায়, অমৃতার অপেশাদার আচরণে ডিপজল ক্ষুব্ধ হন। তাছাড়া তার পারফরমেন্সও তাকে অসন্তুষ্ট করে। ফলে তিনি অমৃতাকে তৎক্ষণাৎ বাদ দেন। অমৃতার পরিবর্তে এখন নেয়া হয়েছে চিত্রনায়িকা আঁচলকে। তাকে নিয়েই সিনেমার শূটিং করা হচ্ছে বলে জানা যায়।