English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ২৩:২৯

ওমরাহ হজ পালন করলেন শখ-নিলয়

নিজস্ব প্রতিবেদক
ওমরাহ হজ পালন করলেন শখ-নিলয়

নিউজ ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করেছেন তারকা দম্পতি নিলয়-শখ। এরআগে গত ৩১ ডিসেম্বর সকালে তারা সৌদি আরবে যায়। সেখানে তাদের সঙ্গে নিলয়ের মা-বাবাও গেছেন।

আসছে ১০ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা। একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করতে গিয়ে নিলয়-শখের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

তাদের দু'জনের প্রেম দেখে পরিচালক সানিয়াত শখ-নিলয়কে নিয়ে 'অল্প অল্প প্রেমের গল্প' ছবিটি তৈরি করেন। কিন্তু ছবির শুটিং চলাকালীন সময়েই তাদের সম্পর্ক ভেঙে যায়। 

ছবির প্রচারণায় দু'জনে গেলেও কেউ কারোর মুখও দেখতেন না। ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। এরপর চমক দেখিয়ে গত বছরের ৭ জানুয়ারি বিয়ে করেন জনপ্রিয় এ দুই তারকা।