English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০১:০৮

বাংলা ছবির আইটেম গানে সানি লিওন

অনলাইন ডেস্ক
বাংলা ছবির আইটেম গানে সানি লিওন

বিনোদন ডেস্ক: কলকাতার পরিচালক এল হাসানের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। গত ২৭ ডিসেম্বর তাদের মধ্যে এই চুক্তি হয়। তবে এখনও ছবির নাম ঠিক হয়নি। ছবিতে পরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান। 

পরিচালক এল হাসানে জানিয়েছেন পরী-রোশানের এ সিনেমায় একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। সানি লিওনের গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। 

রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী এমনটাই জানান এল হাসান। 

তিনি আরো বলেন, ‘সিনেমার নামটি এখনই বলতে চাচ্ছি না।সংবাদ সম্মেলনে এ সিনেমার নাম ঘোষণা করব। আগামী ১০ মার্চ থেকে  এ সিনেমার শুটিং শুরু করব।’

সিনেমা প্রসঙ্গে রোশান বলেন, ‘অনেক দিন ধরেই এ সিনেমা নিয়ে পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। পরিচালক আমাকে নিয়ে কাজ করবেন বলে কয়েকবার মিটিংও করেন। আমি যেহেতু একটা হাউসে কাজ করি তাই তখন কথা দিতে পারিনি। পরে আজিজ ভাইয়ের সঙ্গে পরিচালক মিটিং করলে কাজটি করার অনুমতি দেন আজিজ ভাই। এরপর এতে চুক্তিবদ্ধ হয়েছি।’

গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমার গল্পে আমি একজন ধনাঢ্য পরিবারের ছেলে। বিদেশে পড়াশোনা করি। দেশে এসে পরীমনির সঙ্গে প্রেম হয় গল্পটি দারুণ আপাতত এটুকু বলতে পারি।