English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১৪:১৮

এবার বিদ্যার চমক ‘বেগম জান’!

অনলাইন ডেস্ক
এবার বিদ্যার চমক ‘বেগম জান’!

বাংলা 'রাজকাহিনী' ছবিটি এবার বলিউডে 'বেগম জান' নামে আসছে। ক্যামেরার নেপথ্যের নায়ক এবারও সৃজিত মুখোপাধ্যায়। আর ক্যামেরার সামনে যার দিকে সবার নজর থাকবে, তিনি হলেন ‘বেগম’ চরিত্রে বিদ্যা। দর্শকদের এই প্রত্যাশা বাড়িয়ে দিয়ে প্রকাশিত হল ‘বেগম জান’-এর শুটিংয়ের প্রথম ঝলক। আর প্রথম ঝলকেই বাজিমাত করেছে ‘বেগম’ বিদ্যা। নতুন বছরে সিলভার স্ক্রিনে যেন রাজকীয় মেজাজে প্রত্যাবর্তন করতে চলেছে এই ছবির নায়িকা বিদ্যা। পাশে ডিগ্ল্যাম লুকে নজর কেড়েছেন গওহর খান। তবে বিদ্যার এই মেজাজের কাছে সবই দ্যুতিই ম্লান।

‘বেগম জান’ ছবিটি মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। পরিচালক সৃজিতের প্রথম বলিউড ভেঞ্চারের অনসম্বল কাস্টের তালিকায় জায়গা করে নিয়েছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর, পল্লবী শারদা, ইলা অর্জুন, আশিস বিদ্যার্থী ও চাঙ্কি পান্ডের মতো অভিনেতারা। আর তাদের নিয়েই বলিউডে শুরু হবে বাঙালি পরিচালকের এই নতুন ছবি।