English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১১:০২

এ আবার কোন মোশাররফ করিম!

অনলাইন ডেস্ক
এ আবার কোন মোশাররফ করিম!

মাথায় শীতের টুপি, গলায় রঙিন মাফলার, গায়ে জ্যাকেট। গালভর্তি লালচে দাড়ি। খিলখিল করে হাসছেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি বয়স্ক মানুষ! বয়স বেশি হওয়ায় দাঁতও একটা নেই! 

কিন্তু কে তিনি? কিছুক্ষণ পর বোঝা গেল, এই ব্যক্তি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কিন্তু তার একি হাল? এমন কেন দেখাচ্ছে? খোঁজ নিয়ে জানা গেল, জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহানের নতুন ধারাবাহিক নাটক ‘ল্যাম্প পোস্টে’ এমনই দেখা যাবে মোশাররফ করিমকে। 

পূবাইলে আজ থেকে নতুন এই ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। সেখানে ক্যামেরার সামনে এমন সাজ নিয়েই অভিনয় করছেন মোশাররফ করিম। 

মোশাররফ করিম জানালেন, ‘একেবারেই বৈচিত্র্যপূর্ণ একটি চরিত্র এটি। নাটকের পাশাপাশি আমাকেও সবাই খুব ইনজয় করবেন বলে আমি বিশ্বাস করি।’

সাগর জাহান বলেন, ‘ল্যাম্প পোস্ট’ নাটকের গল্পটা আমার অনেকদিন আগে থেকেই মাথায় এসেছিল। এটা নিয়ে ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছিলাম। গল্পের প্রেক্ষাপটটা নব্বই দশকের।’

তিনি বলেন, ‘নাটকের গল্পে হাস্যরস, জীবনবোধ, ভালোবাসা সবকিছু ফুটে উঠবে। নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে সেটি চূড়ান্ত নয়। এটি কিছুদিন পর জানা যাবে।’

নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করবেন কচি খন্দকার, মারজুক রাসেল, মামুনুর রশিদ, রহমত আলী, তারিন, বাঁধন, জুঁই করিম, সাবিলা নূর, মনিরা মিঠু প্রমুখ।