English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ০২:১২

আমালের গর্ভে ক্লুনির যমজ সন্তান!

অনলাইন ডেস্ক
আমালের গর্ভে ক্লুনির যমজ সন্তান!

বিনোদন ডেস্ক:‌ গত বছর ডিসেম্বরে শোনা গিয়েছিল বিচ্ছেদ ঘটতে পারে হলিউড অভিনেতা জর্জ ক্লুনি এবং আমাল ক্লুনির। কিন্তু বর্তমানে সম্পর্কের তিক্ততা পরিণত হয়েছে ভালবাসায়। কারণ জর্জের স্ত্রী আমাল এখন সন্তানসম্ভবা। লেবাননের একটি সংবাদমাধ্যম ‘‌ডেলি স্টার’‌–এ প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মার্চ মাসে যমজ সন্তান হতে চলেছে জর্জ এবং ক্লুনির। 

‌তাঁদের পরিবারের এক সদস্যই এ কথা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ২০১৪ সালে বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল ৩৬ বছরের যুবতী আমাল এবং ৫৪ বছরের প্রৌঢ় জর্জ ক্লুনির। অনেকেই তাঁদের জুটিকে ‘‌পারফেক্ট’ আখ্যাও দিয়েছিলেন।‌ কিন্তু গত ডিসেম্বরেই সম্পর্কে নেমে আসে তিক্ততা। এমনকী দু’‌জনের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা ছড়ায়। 

আমাল নাকি সন্তান চাইছিলেন। আর তাঁর সেই আবদারে সায় (‌নাকি সাধ্য)‌ ছিল না ক্লুনির। সে কারণেই নাকি ৩০ কোটি ডলারের সমঝোতায় বিচ্ছেদ ঘটতে চলেছিল এই হেভিওয়েট জুটির। কিন্তু নতুন প্রকাশিত খবরে বলা যায় বিচ্ছেদ নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবেন এই জুটি।    ‌