English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৫

গাড়ির ভিতর মাথায় বুলেট বৃদ্ধ প্রীতি জিন্টার ভাই

অনলাইন ডেস্ক
গাড়ির ভিতর মাথায় বুলেট বৃদ্ধ প্রীতি জিন্টার ভাই

আত্মহত্যা করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার ভাই নীতিন চৌহান। শুক্রবার সিমলায় তাঁর বাড়ির সামনে দাঁড়ানো গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। নীতিনের মাথায় বন্দুকের গুলির আঘাত মিলেছে।

জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই বছর ৩৮-এর টেলি অভিনেতা নীতিন চৌহানের বিবাহিত জীবনে সমস্যা চলছিল। তাঁর বাড়ি ও গাড়ি থেকে দু’টি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে মৃত্যুর জন্য স্ত্রী ও স্ত্রীর পরিবারকেই দায়ী করেছেন নীতিন। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছে নীতিন। তাঁর কাছ থেকে চার পাতার সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যেখানে নীতিন জানিয়েছেন যে তাঁর উপর মানসিক নির্যাতন চালাতেন তাঁর স্ত্রী এবং স্ত্রী’র পরিবার। এমন কী তাঁকে নিজের ছেলের সঙ্গেও নাকি দেখা করতে দেওয়া হতো না৷ শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই এই চরম পদক্ষেপ করতে হয়েছে নীতিনকে।

সম্পর্কে প্রীতি জিন্টার তুতো ভাই ছিলেন নীতিন চৌহান। নীতিনের মা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও তাঁর সঙ্গে নীতিনের কথা হয়। রাতে তাঁকে ঘরে দেখতে না পাওয়ায় তিনি ভেবেছিলেন ছেলে হয়তো লং ড্রাইভের জন্য বেরিয়েছেন নীতিন। পরের দিন সকালেই বাড়ির সামনে রাখা গাড়ির ভিতর থেকে নীতিনের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নীতিনের কাছে পিস্তলটি এল কী করে তাও খতিয়ে দেখছে পুলিশ। কেননা, পুলিশ জানিয়েছে, নীতিনের কাছে পিস্তল রাখার কোনও লাইসেন্স ছিল না। আত্মহত্যার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। পরে তথ্যের প্রয়োজনে, নীতিনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।