English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১২:২৭

কারিনার পাগল ফ্যানের কাণ্ড !

অনলাইন ডেস্ক
কারিনার পাগল ফ্যানের কাণ্ড !

প্রিয় তারকার সঙ্গে দেখার করার জন্য ফ্যানেরা কী করতে পারেন, তা বলিউড ছবি ‘ফ্যান’ দেখলেই বোঝা যায়। ছবির গল্পের মতো না হলেও, বাস্তবের ‘ফ্যান’-দের পাগলামো যে এক এক সময়ে বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায়, তা হাড়ে হাড়ে টের পেলেন সদ্য মা হওয়া কারিনা কপূর।

কারিনার  ইনকাম ট্যাক্স বা আইটি অ্যাকাউন্ট হ্যাক করে নায়িকার আইটি ডিক্ল্যারেশন জমা দিয়ে দেওয়ার অভিযোগে ২৬ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ছত্তিশগড়ের বাসিন্দা মণীশ তিওয়ারি নামে ওই যুবকের স্বপ্ন ছিল কারিনার সঙ্গে কথা বলা।  সেই কারণেই ইন্টারনেটে কারিনার মোবাইল নম্বরের খোঁজ করতে থাকে মণীশ।

নায়িকার মোবাইল নম্বর খুঁজতে খুঁজতে গত আগস্ট মাসে তাঁর প্যান  কার্ড সংক্রান্ত তথ্য পেয়ে যায় ওই যুবক। সেই তথ্য ব্যবহার করেই নায়িকার আইটি অ্যাকাউন্ট হ্যাক করে নেয় ওই যুবক। এর পরে নায়িকার আইটি অ্যাকাউন্ট থেকে ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য কারিনার  ইনকাম ট্যাক্স ডিক্ল্যারেশন জমা দিয়ে দেয় ওই যুবক।

 কারিনার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রথম বিষয়টি লক্ষ করেন। কারণ,  কারিনা তার আগেই ইনকাম ট্যাক্স ডিক্ল্যারেশন জমা দিয়ে দিয়েছিলেন। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ছত্তিশগড়ের বাসিন্দা মণীশের খোঁজ পায় মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম শাখা।  মণীশকে গ্রেফতার করে রবিবার মুম্বাইতে নিয়ে আসা হয়।