English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ০২:৩২

লম্বা ছুটিতে মাহি...

নিজস্ব প্রতিবেদক
লম্বা ছুটিতে মাহি...

অভিনেত্রী মাহিয়া মাহি। লম্বা ছুটিতে আছেন। আজ এনটিভিতে প্রচার হবে তার অভিনীত ও সাফিউদ্দিন সাফি পরিচালিত চলচ্চিত্র 'বিগ-ব্রাদার'। বর্তমানে তিনি ব্যস্ত আরও তিনটি ছবির কাজ নিয়ে। নতুন বছরে তার পথচলা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বললেন তিনি। 'বিগ-ব্রাদার' ছবিতে কাজ করেছিলেন কখন?

  বছর দুই আগে এ ছবির কাজ করেছিলাম। শিপনের সঙ্গে এর আগেও একটি ছবিতে কাজ করা হয়েছিল। দৃশ্যধারণের সময় ভালো লেগেছিল। কারণ গল্পটা মজার ছিল। অনেকটা ফানি টাইপের। অ্যাকশন, সঙ্গীত এবং নাচের ডিজাইন ঠিকঠাক ছিল।

এ বছর দর্শকের জন্য কোনো চমক থাকছে কি? এ বছর চমক দেওয়ার মতো আছে শামীমুল ইসলাম শামীমের 'গোলাপতলীর কাজল' ছবিটি। গত বছর হুমায়ূন আহমেদের 'কৃষ্ণপক্ষ' ছবিতে কাজ করা যেমন একটা বড় প্রাপ্তি ছিল, এ ছবিটিও তেমন। অনেকটা মনপুরা ছবির মতো হলেও এটি একটি গ্রামের গল্প। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন সাইমন। এ ছবিটি নিয়ে আমি আশাবাদী।

এ মুহূর্তে কোন কোন ছবির কাজ চলছে? এ মুহূর্তে আমি ছুটিতে আছি। বছরের প্রথম মাসটা পরিবারের সঙ্গেই কাটাতে চাই। এ মুহূর্তে সিলেটে আছি। ফেব্রুয়ারিতে আবার কাজ শুরু করব। 

'ঢাকা অ্যাটাক' কবে নাগাদ মুক্তি পাবে বলে আশা করছেন? আশা করছি, এ বছর আমার প্রথম ছবি হবে 'ঢাকা অ্যাটাক'। পরিচালক দীপঙ্কর দীপন বাকিটা বলতে পারবেন। বাংলাদেশের পুলিশ অফিসারদের অগ্রযাত্রাকে এ ছবিতে নতুন করে দেখানো হয়েছে। আরিফিন শুভর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। সম্প্রতি ছবিটির ডাবিং শেষ করেছি। আশা করছি বছরের প্রথমদিকেই ছবিটি মুক্তি পাবে।

এর মধ্যে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন? গত বছরের শেষের দিকে এ কে সোহেলের 'পবিত্র ভালোবাসা' নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটির দৃশ্যধারণ শুরু হলেও আমার কাজ শুরু হয়নি। এর বাইরে কিছু নির্মাতার সঙ্গে কথা হয়েছে নতুন ছবির ব্যাপারে। এখনও কিছু চূড়ান্ত হয়নি।