English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ০০:৫১

এ আর রহমান-প্রিতম-আসিফের গান নিয়ে গণ্ডোগোল

অনলাইন ডেস্ক
এ আর রহমান-প্রিতম-আসিফের গান নিয়ে গণ্ডোগোল

অভিযোগ উঠেছে আসিফের গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির প্রিতমের লেখা ও সুর হুবহু নকল করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীতস্রষ্টা এ আর রাহমান।

বলিউডের মুক্তির অপেক্ষায় থাকা ‘ওকে জানু’ সিনেমার ‘তু জো নাহি’ শিরোনামের একটি গান তৈরি করেছেন এ আর।  ২০০৩ সালে ‘তুমি নেই বলে’ গানটি প্রকাশিত হয়। এ আর রহমানের করা সুরে ‘তু জো নাহি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কেসাব গোস্বামী, কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গত ১১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়।   এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত ঢালাও সংবাদের ভূল সংশোধন প্রিতম বলেন, ‘গানের কথা সুর নকল করে হিন্দীতে গাওয়া হয়েছে এটার প্রমাণ আপনারা গান শুনলেই পাবেন। এ আর রহমানের করা সিনেমাতেই এই গান থাকবে এটা সিনামাটি রিলিজ হবার আগে বলা ঠিক হবে না। 

এমনকি এ আর রহমান এই বিষয়টি এখনও জানেন কিনা আমি তাও নিশ্চিত নই। শুধু এতটুকু জানি এই গানটির বাংলাদেশের বিক্রিত অর্থের রয়েলিটি ও মালিকানা আমি এখনো পাইনি আর অন্য দেশের কেউ সেই সম্মান বা নাম না দিলে কি এমন ক্ষতি হবে।’   অন্যদিকে ‘তুমি নেই বলে’ জনপ্রিয় গানটির কণ্ঠশিল্পী আসিফ লিখেছেন, ‘সিনেমার নাম OK JAANU, গানের টাইটেল TU JO NEHI, মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রেহমান। ২০০৩ সালের প্রীতমের কথা সুরে আমার গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোন ঝামেলাও করবো না। বরং গর্বিত, কারণ এ আর রেহমান স্যারের ‘দিলসে’ গানটা আমি ‘ক্ষ্যাপা বাসু’ ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।’   বিষয়টি নিয়ে এ আর রহমানের কোনরকমের বক্তব্য আছে কিনা তা যাচাই করতে তার অফিসিয়াল টুইটারে বেশ কয়েকবার উকি দিয়ে দেখা গেছে, বিষয়টি এখনো তিনি জানেনই না। 

বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গোটা মিডিয়াঙ্গনে এটি নিয়ে আলোচনাও হচ্ছে। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারকে দেশি শিল্পীদের মেধা সুরক্ষায় কার্যকর ভুমিকা নেয়ার আহবান শিল্পী-কলাকুশলীদের।