English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৯

ধারাবাহিকে তারিন

অনলাইন ডেস্ক
ধারাবাহিকে তারিন

জনপ্রিয় অভিনেত্রী তারিন নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকটির নাম ‘হাটখোলা’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করছেন সাগর জাহান। সম্প্রতি নাটকটির কয়েকটি লটের শুটিং হয়েছে বলে জানা গেছে। ‘হাটখোলা’ প্রসঙ্গে তারিন বলেন, ‘এখানে আমি মেহেরজান চরিত্রে অভিনয় করছি। যে কিনা গ্রামেরই মেয়ে। শহরের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করে। ছুটিতে গ্রামে বেড়াতে আসে। বেড়াতে আসার পরই ঘটতে থাকে নানারকম মজার মজার ঘটনা।’ তিনি আরো বলেন, ‘নাট্যকার কিংবা নির্দেশক হিসেবে সাগর জাহানের

ভাবনার জায়গাটা আমার পরিচিত। তার নির্দেশনায় কাজ করা সবসময় উপভোগের। নতুন এই ধারাবাহিকে কাজ করাটা দারুণ উপভোগ করছি।’ তারিন ছাড়াও ‘হাটখোলা’ নাটকে অভিনয় করছেন সাজু খাদেম, আ খ ম হাসান, শাহানাজ খুশী, রুনা খান প্রমুখ। নির্মাতা সাগর জাহান জানিয়েছেন, ‘হাটখোলা’ নাটকের নামটি পরিবর্তন হতে পারে। আর এটি খুব শিগগির বৈশাখী টিভিতে প্রচারিত হবে।