English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ০৩:১৩

বিখ্যাত হবেন রিয়াজ!

অনলাইন ডেস্ক
বিখ্যাত হবেন রিয়াজ!

নিউজ ডেস্ক : ‘বিখ্যাত বাবু’ মফস্বল শহরের একজন সাধারণ মানুষের বিখ্যাত হওয়ার গল্প নিয়েই তৈরি করা হয়েছে এক ঘণ্টার নাটকটি। মঈনুল ইসলাম রুবেল ও বাশার জর্জেসের যৌথভাবে রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাশার জর্জেস নিজেই। 

এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ ও অভিনেত্রী নওশাবা আহমেদ। তিনদিনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। 

গত ২৮ থেকে ৩০ ডিসেম্বর ফরিদপুরের জেলার শহরে এই নাটকটির সম্পূর্ণ দৃশ্যধারণ হয়েছে। এতে আরোও অভিনয় করেছেন ফরিদপুর বাংলা থিয়েটারের বেশ কিছু অভিনয় শিল্পী।

‘বিখ্যাত বাবু’ প্রসঙ্গে নির্মাতা বাশার বলেন, ‘একটানা শুটিং করেছি ফরিদপুরে। যেহেতু মফস্বল শহরের একজন সাধারণ মানুষের বিখ্যাত হবার গল্প এটি। তাই ফরিদপুর শহরেকেই বেছে নেওয়া হয়েছে। এর আগেও রিয়াজ এবং নওশাবার সঙ্গে কাজ করার সুবাদে বেশ সুবিধা হয়েছে।’

প্র্যাকটিকাল অ্যাকশেন এর প্রযোজনায় বর্তমানে নাটকটির এডিটিংয়ের কাজ চলছে। খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।