English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১৬:৩৪

‘সুলতান সুলেমান’ চতুর্থ সিজন আজ থেকে

অনলাইন ডেস্ক
‘সুলতান সুলেমান’ চতুর্থ সিজন আজ থেকে

দীপ্ত টিভিতে প্রচারিত বাংলায় ডাবিংকৃত তুর্কী ধারাবাহিক ‘সুলতান সুলেমান’র তৃতীয় সিজন শেষ হয়েছে।

আজ রোববার (১ জানুয়ারি) থেকে ধারাবাহিকটির চতুর্থ সিজন শুরু হচ্ছে। সপ্তাহে ছয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় দেখানো হবে ‘সুলতান সুলেমান’।

ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত পৃথিবীজুড়ে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে। সে সময়কার কাহিনী নিয়ে নির্মিত এই মেগা ধারাবাহিক। এখানে মূল আকর্ষণ হিসেবে উঠে এসেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনী।

দীপ্ত টিভি ২০১৫ সালের নভেম্বর থেকে বাংলায় ডাবিংকৃত ধারাবাহিকটি প্রচার করছে। গত এক বছরে প্রচারিত হয়েছে তিনটি মৌসুম। এগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।