English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ০১:৫৮

‘নগ্নতার’ সব সীমা অতিক্রম করল যে মিউজিক ভিডিওটি

অনলাইন ডেস্ক
‘নগ্নতার’ সব সীমা অতিক্রম করল যে মিউজিক ভিডিওটি

ওয়েব ডেস্ক : ভিডিও মুক্তি পেয়েছে মাত্র ১২ দিন আগে। এর মধ্যেই ৩ কোটির বেশি বার হিট করা হয়েছে লিঙ্কটি। কোনও সিনেমার ট্রেলার বা নতুন কোনও সিনেমা নয়, টি সিরিজের একটি মিউজিক ভিডিও ‘জাহাঁ তুম হো’ নিয়েই এই হইচই। সম্প্রতি একগুচ্ছ ইরোটিক থ্রিলার বা সেক্স কমেডি ছবি তৈরি হচ্ছে বলিউডে।

বেশিরভাগই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। তবে যদি ছবির ট্রেলার বা টিজার দেখার প্রতিযোগিতা হয়, তবে চিত্রটা অন্যরকম দেখাবে। উষ্ণতার জন্য ছবির প্রতি একটা উৎসাহ তৈরি হয় তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকেই নতুন এই মিউজিক ভিডিও নিয়ে মাতামাতি হচ্ছে।

প্রাইভেট অ্যালবাম বা মিউডিক ভিডিও আগেও প্রকাশিত হয়েছে। ‘৯০-এর দশকে যাঁরা বড় হয়েছেন তাঁরা জানবেন, বলিউডি ফিল্মি গানের সঙ্গে পাল্লা দিয়ে এই প্রাইভেট অ্যালবাম জনপ্রিয়তা পেত। তবে তখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কোনও আলাদা প্রচার ছিল না। 

বলিউডে এত দিন পর্যন্ত দেশে যত মিউজিক ভিডিও তৈরি হয়েছে এটি নিঃসন্দেহে উষ্ণতার দিক থেকে একেবারে ওপরের দিকে থাকবে। তারই ফল ৩ কোটি হিট। এতে পারফর্ম করেছেন শ্রেয় সিঙ্ঘাল এবং আকাঙ্খা পুরী।