English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ০১:১১

ঐশ্বরিয়া-অভিষেকের গৃহবিবাদ এবার প্রকাশ্যে

অনলাইন ডেস্ক
ঐশ্বরিয়া-অভিষেকের গৃহবিবাদ এবার প্রকাশ্যে

ঐশ্বর্যা রাই বচ্চনের প্রফেশনাল সাফল্যের সঙ্গে অভিষেক বচ্চনের সাফল্যের কোনও তুলনা হয় না। আর সে জন্যই নাকি প্রায়ই তাদের দাম্পত্য কলহ লেগে থাকে। এত দিন তা জল্পনা কল্পনা থাকলেও এবার তা প্রকাশ্যে রূপ নিয়েছে। খোদ অভিষেকই হোম প্রোডাকশন থেকে বাদ দিয়েছেন ঐশ্বরিয়াকে।

তাহলে কী সত্যিই ঐশ্বরিয়াকে নিজের ছবি থেকে বাদ দিলেন অভিষেক? ঘটনাটি ঠিক কী?

শোনা যাচ্ছে পরের বছরই হোম প্রোডাকশনের ছবি ‘লেফটি’র কাজ শুরু করবেন অভিষেক। প্রভু দেবার পরিচালনায় এই থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিষেক নিজে। অনেকেই ভেবেছিলেন, অনেক দিন পর অভিষেক-ঐশ্বরিয়া জুটিকে এক সঙ্গে বড় পর্দায় দেখা যাবে। কারণ হোম প্রোডাকশনের ছবিতে ঐশ্বরিয়ার অভিনয় করবেন বলেই মনে করা হয়েছিল। বচ্চন-বধূ নিজেও নাকি ওই ছবিতে অভিনয় করতে খুব আগ্রহ দেখিয়েছিলেন।

কিন্তু না! ঐশ্বর্যা নন। বরং আরও কম বয়েসের নায়িকাকে খুঁজছেন অভিষেক। নতুন মুখের খোঁজ করতে নাকি টিমকে নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর মতে নায়িকার চরিত্রটির জন্য ঐশ্বর্যা উপযুক্ত নন। তিনি অতিরিক্ত ম্যাচিওর। তাই নতুন কাউকে চাই। সত্যিই কি চরিত্রের সঙ্গে মানানসই নন ঐশ্বর্যা? নাকি অন্য কোনও অজ্ঞাত কারণ?