English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:৫৮

বিচ্ছেদের পরও দুবাইতে এক সঙ্গে হৃতিক-সুজান

অনলাইন ডেস্ক
বিচ্ছেদের পরও দুবাইতে এক সঙ্গে হৃতিক-সুজান

নিউজ ডেস্ক:  বিচ্ছেদের পর কেটে গিয়েছে দু’বছর। ছেলেদের যে কোনও প্রয়োজনে একসঙ্গে পাশে দাঁড়ান হৃতিক রোশন এবং সুজান খান। তার চেয়ে বড় কথা তারা কিন্তু এখনও বন্ধু ভাল বাবা-মাও। 

আপাতত দুবাইতে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই প্রাক্তন দম্পতি। সঙ্গে রয়েছে তাদের ছেলেরাও। সম্প্রতি ক্রিসমাস সেলিব্রেশন দুবাইতেই সেরেছেন। এ বার অপেক্ষা নতুন বছরের। নিউ ইয়ার পার্টিও দুবাইতেই করবেন হৃতিক-সুজান। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ সুজান।

এর আগে মুম্বাইতে একাধিকবার রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁদের। ছেলেদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই শর্ট ট্রিপেও যান তাঁরা। এমনকি হৃতিকের আগামী ছবি ‘কাবিল’-এ সমর্থনেই মুখ খুলেছিলেন সুজান। বি-টাউনের কাছে হৃতিক-সুজানের সম্পর্ক একটা উদাহরণ। তাঁরা ভাল বন্ধু তো বটেই, ভাল বাবা-মাও। কারণ বিচ্ছেদের তিক্ততাকে ভুলে সম্পর্কের মধ্যে বন্ধুত্বের আঁচ এখনও বাঁচিয়ে রেখেছেন তাঁরা।