English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ২২:৪৫

অভিনেতা তাপস পাল গ্রেফতার

অনলাইন ডেস্ক
অভিনেতা তাপস পাল গ্রেফতার

নিউজ ডেস্ক : ভারতের তৃণমূল সংসদ সদস্য অভিনেতা তাপস পালকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার সকাল থেকে তাকে ৪ ঘণ্টা জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ যোগসাজসের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সিবিআই সূত্রের খবর, তৃণমূল সাংসদ যে জেরায় সত্য বলছিলেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি অনেক প্রশ্নের উত্তর নাকি এড়িয়েও যাচ্ছিলেন। তাই চার ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।

রোজভ্যালির যে ফিল্ম ডিভিশনটি রয়েছে, তাপস পাল মাস ছয়েক তার অন্যতম ডিরেক্টর ছিলেন। তার জন্য তিনি রোজভ্যালির কাছ থেকে টাকাও পেতেন বলে সিবিআই জানতে পেরেছে। ওই সংস্থার অ্যাকাউন্ট থেকে তাপস পালের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের তথ্য সিবিআই-এর হাতে রয়েছে। এ ছাড়াও তাপসবাবু রোজভ্যালির কাছ থেকে নগদে অনেক বার মোটা টাকা নিয়েছেন বলে সিবিআই-এর দাবি। কেন সে সব টাকা তাপস পাল নিয়েছিলেন, সে প্রশ্নের সদুত্তর তৃণমূল সাংসদ দিতে পারেননি বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।আনন্দবাজার