English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ১২:১৮

কোহলি-আনুশকার বিয়ের খবর গুজব

অনলাইন ডেস্ক
কোহলি-আনুশকার বিয়ের খবর গুজব

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বাগদানের গুজব উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, বিয়ের খবর নিয়ে তিনি লুকোচুরি করবেন না।

বৃহস্পতিবার বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় ২০১৭ সালের ১ জানুয়ারি বিরাট-আনুশকার বাগদান হচ্ছে। 

টুইটারে দেয়া পোস্টে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে বিরাট বলেন, আমরা বাগদানে আবদ্ধ হচ্ছি না, আর যদি আমরা বাগদান করি তাহলে সেটা কখনো লুকোবো না। খুবই সাধারণ।   গণমাধ্যমকে ভুয়া খবর বিক্রি করছে অভিযোগ করে টুইটের দ্বিতীয় অংশে বিরাট বলেন, সংবাদ চ্যানেলগুলো ভুয়া খবর বিক্রি করে আপনাদের দ্বিধাগ্রস্ত করছে। আমরা এই দ্বিধার অবসান করতে এই উদ্যোগ নিয়েছি। কোহলির এই টুইট আবার রিটুইট করেছেন তার প্রেমিকা আনুশকাও।